পটুয়াখালীতে ড. মিজানুর রহমান আজাহারীর মাহফিল ঘিরে মানুষের মধ্যে প্রচণ্ড উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মাহফিলে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে শহর হয়ে উঠেছে জমজমাট। এর ফলে স্থানীয় আবাসিক হোটেলগুলোতে দেখা দিয়েছে জায়গার সংকট।শুক্রবার (২৪ জানুয়ারি) শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে আগত মানুষে শহরের পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠেছে।পটুয়াখালী হোটেল পার্কের ম্যানেজার আল আমিন জানান, দুপুরের আগেই সব রুম বুক হয়ে গেছে। শুধু হোটেল নয়, বাসাবাড়িগুলোতেও অতিথিদের আনাগোনা বেড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচাবাজারে কেনাকাটার ভিড় অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুণ বেড়ে গেছে।স্থানীয় এক বাসিন্দা সেলিম বলেন, মাহফিল উপলক্ষে তাদের বাড়িতে ১৫ জন অতিথি এসেছেন। তাদের আপ্যায়নের জন্য প্রচুর কেনাকাটা করতে হয়েছে।এদিকে, মাহফিলের আয়োজন ঘিরে দোকানিরা নিজেদের ব্যবসা প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাহফিলটি শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে, যেখানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।