অন্তবর্তী সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যেভাবে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নিয়েছে, একইভাবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব নেওয়ার কাজও এগিয়ে চলেছে।
রোববার সন্ধ্যায় মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “জুলাইয়ের পরিবারগুলোকে সহযোগিতা দিতে এবং আহতদের পুনর্বাসনে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন অধিদপ্তর তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।”
বিচার প্রসঙ্গে তিনি বলেন, “তড়িঘড়ি করলে বিচার সঠিক হয় না, আবার দীর্ঘসূত্রিতায় বিচারহীনতার শঙ্কা তৈরি হয়। আমরা সচেতনভাবে কাজ করছি যেন অপরাধীরা ধরা পড়ে এবং সঠিক বিচার হয়। গুরুত্বপূর্ণ অপরাধীরা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের ফিরিয়ে আনার জন্য রেড নোটিশ জারি করা হয়েছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এটি পুনরুদ্ধারে আমরা কাজ করছি। তবে মামলাজনিত দুর্নীতি ও বাণিজ্য থেকে এখনো পুরোপুরি মুক্ত হতে পারিনি।”
ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “৫ আগস্টের শক্তির মধ্যে বিভ্রান্তি দেখা দিচ্ছে। এটি হতে দেওয়া যাবে না। ঐক্য বজায় রাখতে হবে, যাতে ফ্যাসিবাদী শক্তি আর কখনো বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে না পারে।”
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “আমরা সর্বদা আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। তবে এই সংগ্রামকে জীবিত রাখতে ঐক্য ও সচেতনতা অব্যাহত রাখা জরুরি। অন্যথায় স্থবিরতা সৃষ্টি হবে এবং সবাই বিপদে পড়বে।”