নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন যে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধির হার বাস্তবসম্মত নয় এবং তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনা দাভোসে গিয়ে একটি দেশের পরিচালনা নিয়ে কথা বলেছেন, কিন্তু কেউ এ নিয়ে প্রশ্ন তোলেনি।
ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধির হার সবার চেয়ে বেশি বলে দাবি করা হলেও এটি পুরোপুরি মিথ্যা। তিনি অভিযোগ করেন যে শেখ হাসিনার সময়ে দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিশ্ব যথেষ্ট প্রশ্ন তোলেনি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা ২০০৯ সাল থেকে ক্ষমতায় আছেন এবং এ সময়ে পোশাকশিল্পসহ অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি প্রায় ৮ শতাংশে পৌঁছায়, যা ২০০৯ সালে ছিল প্রায় ৫ শতাংশ। তবে কোভিড-১৯ ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে এটি হ্রাস পেয়েছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধির হারকে মানুষের জীবনমানের উন্নতির একমাত্র সূচক হিসেবে দেখার বিপক্ষে অবস্থান নিয়ে ড. ইউনূস বলেন, ‘আমি এমন একটি অর্থনীতি চাই যেখানে সম্পদের পুঞ্জীভূত ধারণা এড়িয়ে মানুষের উন্নত জীবনমান নিশ্চিত করা হয়।’
তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বলেন, এই সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত। চীনকে বাংলাদেশের ‘দীর্ঘমেয়াদি বন্ধু’ উল্লেখ করে তিনি ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কের অবস্থা নিয়ে ব্যক্তিগতভাবে হতাশা প্রকাশ করেন।”