Saturday, April 19, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে তুষারপাতের ভয়াবহ থাবা

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে তুষারপাতের ভয়াবহ থাবা

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে তুষারপাত: বিরল শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

সম্প্রতি প্রবল তুষারঝড়ের কবলে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য। বিশেষ করে গালফ কোস্টের ঐতিহাসিক ঝড়ের ফলে দেশটিতে বিরল শৈত্যপ্রবাহ সৃষ্টি হয়েছে, যা অনেক এলাকায় কার্যত লকডাউনের মতো পরিস্থিতি তৈরি করেছে।

তুষারপাতের বিস্তার ও প্রভাব

ওয়েদার ডটকমের আবহাওয়াবিদ ক্রিস ডলস জানিয়েছেন, লুইসিয়ানা, নিউ অরলিন্স, মোবাইল (আলাবামা), পেনসাকোলা (ফ্লোরিডা), নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, সল্টলেক সিটি, ওমাহা (নেব্রাস্কা) এবং সিউক্স ফলস (দক্ষিণ ডাকোটা)—সব জায়গায় এই দুর্যোগের প্রভাব পড়েছে। কিছু এলাকায় সরকারি রেকর্ড অনুযায়ী স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তুষারপাত হয়েছে।

বিরল পরিস্থিতি ও নজিরবিহীন ঠান্ডা

সোমবার (২৭ জানুয়ারি) ইউএসএটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের তুষারপাত এতটাই তীব্র যে দক্ষিণের কিছু শহরেও উত্তরাঞ্চলের তুলনায় বেশি তুষার জমেছে। এটি বিরল একটি ঘটনা, যা এর আগে খুব কমই দেখা গেছে।

হাওয়াইতেও তুষারপাত: আশ্চর্যের কিছু নেই?

আবহাওয়াবিদদের মতে, হাওয়াইতে তুষারপাত হওয়া অস্বাভাবিক মনে হলেও এটি একেবারে বিরল নয়। বিগ আইল্যান্ডের মাওনা কিয়া আগ্নেয়গিরির ১৩,000 ফুট উঁচু চূড়ায় অক্টোবরের শেষ দিকেই প্রথম তুষারপাত হয়েছিল, যা স্বাভাবিক ব্যাপার।

পূর্বের নজির ও ভবিষ্যতের সম্ভাবনা

বিশেষজ্ঞদের মতে, একাধিক অঙ্গরাজ্যে একই সময়ে তুষারপাত হওয়া সাধারণত বিরল ঘটনা হলেও, ২০১০ সালের ফেব্রুয়ারিতেও এমন পরিস্থিতি দেখা গিয়েছিল। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও চরম আবহাওয়া পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments