যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান: ৯ দিনে গ্রেপ্তার ৭২৬০ নথিবিহীন অভিবাসী
মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) গত ২৩-৩১ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে সাত হাজার ২৬০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে পাঁচ হাজার ৭৬৩ জনকে বন্দিশালায় রাখা হয়েছে এবং দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বা কিউবার গুয়ান্তানামো কারাগারে স্থানান্তর করা হবে।
নিউইয়র্ক, শিকাগো ও বোস্টনসহ বিভিন্ন শহরে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ধর্ষণ, অপ্রাপ্তবয়স্কদের প্রতি যৌন সহিংসতা, মাদক ও অস্ত্র সংক্রান্ত অপরাধে অভিযুক্ত ব্যক্তিরাও রয়েছেন বলে আইসিই জানিয়েছে।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করেন। ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর তার নির্বাহী আদেশের অংশ হিসেবে এই অভিযান শুরু হয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ লাখ ৭০ হাজারের বেশি নথিবিহীন অভিবাসী রয়েছে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য আগামী দিনে অন্তত ১ লাখ অভিবাসীকে ফেরত পাঠানো।