সুজানগরে গ্রেপ্তারকৃত আ. লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ১৬
পাবনার সুজানগরে পুলিশের কাছ থেকে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হয়। তিনি সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র। পাবনা সদর থানায় করা একটি মামলায় তিনি আসামি ছিলেন, যা গত বছরের জুলাই-আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা হয়।
সুজানগর থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তারের পর পুলিশি গাড়িতে তোলার সময় কয়েকজন ব্যক্তি বাধা দেয়। তারা আব্দুল ওহাবকে ছেড়ে দেওয়ার দাবি জানালেও পুলিশ রাজি হয়নি। পরে কয়েকশ’ লোক একত্রিত হয়ে পুলিশের গাড়ি ঘিরে ধরে এবং জোর করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ৪-৫ জন পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পর থেকে আব্দুল ওহাব ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। পুলিশ বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে। পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এই মামলায় অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে।
এ পর্যন্ত ১৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
এ ঘটনার পর থেকে সুজানগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।