ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শেখ মুজিব ও শেখ হাসিনার নাম মুছে ফেলল শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল পাড়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলেছে। পাশাপাশি অমর একুশে হলের উদ্বোধনী ফলক থেকে শেখ হাসিনার নামও মুছে দেওয়া হয়েছে।
কেন শুরু হলো বিক্ষোভ?
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে অনলাইনে শেখ হাসিনার এক বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এর পরপরই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের ঐতিহাসিক বাসভবনে হামলা চালানো হয়।
সারা দেশে ছড়িয়ে পড়ছে আন্দোলন
এই ঘটনার পর দেশজুড়ে শেখ মুজিব ও শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন স্থাপনা ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্ররা। ঢাবির ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে