মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনসুর গ্রামের হযরত বিলাল (রা.) জামে মসজিদ শিশু-কিশোরদের মুঠোফোন আসক্তি কমিয়ে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। তাদের কর্মসূচির অংশ হিসেবে, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস ধরে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা ২০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। মসজিদ কমিটির সদস্যরা শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কৃত কিশোরদের মধ্যে লটারির মাধ্যমে তিনজন বাইসাইকেল এবং দুইজন টেবিল ফ্যান পেয়েছেন, বাকিরা বিভিন্ন উপহার লাভ করেছেন।
আয়োজক কমিটির সদস্য মুহিবুর রহমান জাবেদ জানান, এই দুই মাসে ২০ জন কিশোর প্রত্যেকেই মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন। তাদের মধ্যে প্রথম তিনজনকে বাইসাইকেল পুরস্কৃত করা হয়েছে। আয়োজক কমিটির পৃষ্ঠপোষক আব্দুল মুহিত বাবলু বলেন, “পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীকে আল্লাহ পুরস্কৃত করবেন,” এবং উল্লেখ করেন যে, শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাইসাইকেল পুরস্কার পাওয়া কিশোর মারোয়ানুর রহমান বলেন, “টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে গিয়ে এখন অভ্যস্ত হয়ে গেছি। শুধু পুরস্কার পাওয়ার জন্য নয়, মুসলমান হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে।” তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন জীবনের বাকি সময়টুকু জামাতে নামাজ পড়তে পারেন।
এই উদ্যোগটি শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় আগ্রহ বৃদ্ধি এবং মসজিদে নামাজ আদায়ের প্রতি অনুপ্রেরণা সৃষ্টি করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।