Friday, April 18, 2025
spot_imgspot_img
Homeধর্ম - ইসলামযে দোয়া পাঠ করলে ‘আল্লাহ তায়ালা’ দুনিয়া ও আখেরাতের দায়িত্ব নেবেন।

যে দোয়া পাঠ করলে ‘আল্লাহ তায়ালা’ দুনিয়া ও আখেরাতের দায়িত্ব নেবেন।

হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় ৭ বার এই দোয়া পাঠ করবে, আল্লাহ তায়ালা তার দুনিয়া ও আখেরাতের সব গুরুত্বপূর্ণ বিষয়কে নিজ দায়িত্বে নেবেন। দোয়াটি হলো—

حَسْبِيَ اللهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّـلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবি-ইয়াল্লাহু লা-ইলাহা, ইল্লাহু, আলাইহি-তাওয়াক্কালতু, ওয়া-হুয়া-রাব্বুল-আরশির আজিম।

অর্থ: আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তাঁর উপরেই আমি ভরসা করি, আর তিনি মহান আরশের অধিপতি।

(সূরা তওবা, আয়াত : ১২৯; সুনানে আবু দাউদ, হাদিস : ৫০৮১)

এছাড়া, হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, তিনি রাসূল (সা.) কে বলতে শুনেছেন, “যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা কর, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন, যেভাবে পাখিদের দিয়ে থাকেন। তারা ভোরে খালি পেটে বের হয়ে যায় এবং দিনের শেষে ভরা পেটে ফিরে আসে।” (তিরমিজি, হাদিস : ২৩৪৪; ইবনে মাজা, হাদিস : ৪১৬৪)

এক হাদিসে, নবীজি (সা.) সাহাবিকে বলেন, “তুমি কি আল্লাহর ওপর ভরসা করে উট ছাড়বে, নাকি প্রথমে উট বেঁধে আল্লাহর ওপর ভরসা করবে?” উত্তরে নবীজি (সা.) বললেন, “প্রথমে উট বাঁধো, তারপর আল্লাহর ওপর ভরসা কর।” (সুনানে তিরমিজি, হাদিস : ২৫১৭)

এই দোয়া এবং হাদিসগুলি আমাদের জীবনকে আল্লাহর ওপর ভরসা রেখে চলার প্রেরণা দেয়, যাতে আমরা সব দিক থেকে আল্লাহর সাহায্য ও রিজিক পেতে সক্ষম হই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments