তামিম ইকবালের ভবিষ্যৎ পরিকল্পনা: রাজনীতি নয়, লক্ষ্য বিসিবি প্রশাসন
পরপর দুইবার অধিনায়ক হিসেবে ফরচুন বরিশালকে বিপিএল শিরোপা এনে দিয়েছেন তামিম ইকবাল। এবারের আসরের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। গতকাল ফাইনালে বিশেষ সম্মাননাও পেয়েছেন বাংলাদেশের এই তারকা ওপেনার। ক্যারিয়ারের এই নতুন অধ্যায়ে এসে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
তামিমের সাবেক দুই সতীর্থ মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান খেলোয়াড়ি জীবনেই সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছেন। তবে তাদের রাজনৈতিক যাত্রা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফলে প্রশ্ন উঠেছে, তামিমও কি রাজনীতির পথে হাঁটবেন?
সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তরে তামিম বলেন, “রাজনীতি? এখন তো আমি অবসর নিয়েছি। তবে আল্লাহর রহমতে, এরকম কোনো পরিকল্পনা নেই।” তবে ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
তামিম জানিয়েছেন, আরও অন্তত দুই বছর বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে খেলার পরিকল্পনা রয়েছে তার। তবে দীর্ঘদিন ধরেই তাকে বিসিবির ভবিষ্যৎ প্রশাসনে যুক্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে সরাসরি জবাব না দিলেও, বিসিবি সভাপতির পদ নিয়ে সম্ভাবনা উড়িয়ে দেননি তামিম।
এক প্রশ্নের জবাবে তিনি চোখ নাচিয়ে হেসে বলেন, “ওটা দেখা যাক…।” যা অনেকটা ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে কাজ করার সম্ভাবনার ইঙ্গিত দেয়।
তামিম ইকবাল মাঠের খেলায় যেমন নেতৃত্ব দেখিয়েছেন, ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনেও কি একইভাবে অবদান রাখবেন? সময়ই দেবে তার উত্তর।