টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করছে সারা দেশে
সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কার্যক্রমের জন্য সরকার ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয়ে পাঠিয়েছে। এছাড়া আরও ছয় লাখ কার্ডের প্রিন্টিং শেষ পর্যায়ে রয়েছে, যা চলতি মাসেই বিতরণ করা হবে। পাশাপাশি ১৫ লাখ নতুন কার্ড তৈরির জন্য তথ্য সংগ্রহ চলছে। এই কার্ডগুলো সরকার সম্পূর্ণ বিনামূল্যে ভোক্তাদের প্রদান করছে।
কার্ড বিতরণ প্রক্রিয়া ও প্রশাসনিক দায়িত্বরোববার টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা, যুগ্ম-পরিচালক ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের প্রধান হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকারভোগী নির্বাচন, ডাটা প্রদান, কার্ড বিতরণ, কার্ড সচলকরণ এবং পণ্য বিক্রির মনিটরিংয়ের দায়িত্ব স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশন পালন করবে।
পণ্য সরবরাহ প্রক্রিয়াটিসিবি স্থানীয় বাজার ও আমদানির মাধ্যমে পণ্য সংগ্রহ করে ডিলারদের মাধ্যমে বিতরণ করছে। ইতোমধ্যে স্মার্ট কার্ডধারীদের জন্য ডিলারদের পণ্য বরাদ্দ দেওয়া হয়েছে।
কার্ড যাচাই ও পুনর্বণ্টনশেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালে টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে কার্ড দেওয়া হয়েছিল। তবে কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এই অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়।
যাচাই-বাছাই শেষে ৪৩ লাখ কার্ডধারীকে বাতিল করে ৫৭ লাখ পরিবারের মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। নতুন এ কার্ড বিতরণে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে প্রশাসনিক পর্যায়ে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।