রাজধানীর সায়েদাবাদ এলাকায় শুধুমাত্র কাউন্টার থেকে যাত্রী ওঠানোর নতুন নিয়ম বাতিলসহ কয়েক দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন বাস শ্রমিকরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর থেকে জনপদের মোড়ে শ্রমিকদের বিক্ষোভের ফলে সায়েদাবাদ-যাত্রাবাড়ী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকেই পরিবহন শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকেন। পরে শতাধিক শ্রমিক একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন, যার ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে, ৬ ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগরে ই-টিকিটিং পদ্ধতি ও কাউন্টারভিত্তিক বাস সার্ভিস চালু করা হয়। প্রথম ধাপে গাজীপুর-ঢাকা রুটে ২১টি কোম্পানির ২,৬১০টি বাস নির্দিষ্ট কাউন্টার থেকে চলাচলের জন্য নির্ধারণ করা হয়। সব বাসের রং গোলাপি করা হয় এবং ই-টিকিটিং ব্যবস্থা সংযুক্ত করা হয়।
ঢাকার বিভিন্ন প্রবেশপথে ধাপে ধাপে কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম পর্যায়ে গাজীপুর-আবদুল্লাহপুর, মানিকগঞ্জ-ধামরাই-সাভার, বছিলা-মোহাম্মদপুর এবং মিরপুর থেকে ঢাকায় প্রবেশ করা বাসগুলোকে এই ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। তবে শ্রমিকদের দাবি, এই নিয়ম যাত্রী ও শ্রমিক উভয়ের জন্য অসুবিধাজনক, তাই তা বাতিল করতে হবে।
অবরোধের কারণে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।