শিশুদের ক্যানসার চিকিৎসায় নতুন উদ্যোগ: বিনামূল্যে ওষুধ সরবরাহে ডব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোর শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার থেকে সংস্থাটি এই কর্মসূচি শুরু করেছে বলে জানায় সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস।
কোন দেশগুলো পাচ্ছে বিনামূল্যে ওষুধ?
প্রথম ধাপে মঙ্গোলিয়া ও উজবেকিস্তানে ওষুধ পাঠানো হয়েছে। এরপর ইকুয়েডর, জর্ডান, নেপাল ও জাম্বিয়ায় ওষুধ সরবরাহ করা হবে। এসব দেশের হাসপাতালগুলোতে প্রায় ৫,০০০ ক্যানসার আক্রান্ত শিশু রয়েছে, যারা এই কর্মসূচির আওতায় বিনামূল্যে ওষুধ পাবে।
কেন এই উদ্যোগ?
ডব্লিউএইচও’র মতে, প্রতি বছর বিশ্বে ৪ লাখেরও বেশি শিশু ক্যানসারে আক্রান্ত হয়। কিন্তু ব্যয়বহুল চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের অভাবে ৭০ শতাংশ শিশুই মারা যায়।
ভবিষ্যৎ পরিকল্পনা
ডব্লিউএইচও আগামী ৫-৭ বছরের মধ্যে ৫০টি দেশে এই কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যদি সফল হয়, তাহলে প্রায় ১ লাখ ২০ হাজার শিশু বিনামূল্যে ক্যানসারের ওষুধ পাবে।