Saturday, April 19, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ নাম ব্যবহার করে আর কোন দল রাজনীতি...

ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ নাম ব্যবহার করে আর কোন দল রাজনীতি করার অধিকার রাখে না।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ নাম ব্যবহার করে রাজনীতি করার অধিকার রাখে না। ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার মুগদা থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।

এ সময়, তিনি বর্তমান শাসক দল আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম, খুন ও অন্যান্য অপরাধের বিস্তারিত তুলে ধরেন। ইশরাক বলেন, আওয়ামী লীগ নেতারা গণহত্যা চালানোর পরও অনুশোচনা না দেখিয়ে উল্টো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বসে আবারও দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং নিরপরাধ মানুষ হত্যা করতে নির্দেশ দিচ্ছেন। তার নির্দেশে যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এসব কার্যক্রম বাস্তবায়ন করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবসহ আরও অনেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments