বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র পরিচালনা একটি চ্যালেঞ্জিং কাজ, যা সঠিকভাবে করার জন্য একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে সংবিধান সংশোধন করা সম্ভব, আর জনগণের নির্বাচিত সরকারই দেশের উন্নয়ন ও সংস্কার বাস্তবায়নে সক্ষম। তিনি দাবি করেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অবিলম্বে আয়োজন করা প্রয়োজন।
১২ ফেব্রুয়ারি খুলনা শহীদ হাদিস পার্কে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বর্তমান সরকার অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ। তিনি আরো বলেন, সরকার পরিচালনায় অদক্ষদের নিয়ে কাজ করা যাবে না, দ্রুত নির্বাচন প্রয়োজন।
এসময় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম।