Saturday, April 19, 2025
spot_imgspot_img
Homeজাতীয়হাসনাতের ঘোষণা: আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে!

হাসনাতের ঘোষণা: আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে!

হাসনাত আব্দুল্লাহর ঘোষণা: আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ দৃঢ় কণ্ঠে বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বেন। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, এখনো আইনি প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধ করা সম্ভব হয়নি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) শহীদ মিনারে এক জানাজা-পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত আবুল কাশেম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে, এরপর আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করা হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ছয় মাস পরও জুলাই আন্দোলনের এক সৈনিককে আওয়ামী লীগের অনুসারীদের হাতে জীবন দিতে হলো, যা গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সম্মিলিত ব্যর্থতার বহিঃপ্রকাশ। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এত দিনেও সুবিচার নিশ্চিত করা যায়নি, আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি।

তিনি আরও বলেন, “আমরা দেখছি, আওয়ামী অপরাধের বৈধতা প্রতিষ্ঠার বিভিন্ন পদ্ধতি আবার সক্রিয় হয়েছে। সাংস্কৃতিক ও ছায়া কর্মসূচির মাধ্যমে দেড় দশকের অপরাধ ঢেকে রাখার চেষ্টা চলছে।”

হাসনাত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই ভূখণ্ডে হয় আওয়ামী লীগ থাকবে, নয় আমরা থাকব। আমরা ও আওয়ামী লীগ কখনো একসঙ্গে সহাবস্থান করতে পারি না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে দলটি ক্ষমতা টিকিয়ে রেখেছে, তবে ৫ আগস্ট আমরা জনগণের কাছে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছি।”

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments