Saturday, April 19, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকবন্দী অবস্থায় বাবা হওয়া ইসরায়েলি জিম্মিকে একটি স্বর্ণমুদ্রা উপহার দিয়েছে হামাস।

বন্দী অবস্থায় বাবা হওয়া ইসরায়েলি জিম্মিকে একটি স্বর্ণমুদ্রা উপহার দিয়েছে হামাস।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসরায়েলের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির ষষ্ঠ ধাপের আওতায় ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে এক বন্দি, ডেকেল হান, তার ছোট্ট মেয়ের জন্য একটি সোনার মুদ্রা উপহার পেয়েছেন। ডেকেল হান চার মাস আগে হামাসের হাতে বন্দী হন, এবং মুক্তির পর তিনি সদ্যজাত কন্যা সন্তানের বাবা হন। তার এই বিশেষ মুহূর্তে তাকে সোনার মুদ্রা উপহার দিয়ে স্নেহবদ্ধতার নিদর্শন রেখেছে হামাস।

এদিকে, ইসরায়েলি বাহিনী এ বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত তিন বন্দীকে তাদের দেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে। এ সময়, তাদের প্রাথমিক মেডিকেল পরীক্ষা হবে, এবং তাদের নিরাপত্তা বিষয়ক তথ্যও মূল্যায়ন করা হবে। আল-কাসেম ব্রিগেডের পক্ষ থেকে মুক্তি পাওয়া তিন ইসরায়েলি বসতি স্থাপনকারী হলেন সাশা আলেকজান্ডার ত্রুফানভ, সাগি ডেকেল হান এবং ইয়াইর হর্ন।

এই বন্দী বিনিময় চুক্তি ১৫ জানুয়ারি থেকে শুরু হয়, যার মধ্যে ইসরায়েল ৩৩ ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে, এবং এর বিনিময়ে ৩০ থেকে ৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। জাতিসংঘ-সমর্থিত পরোক্ষ আলোচনা শেষে, যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর বন্দী বিনিময়ের এই ধাপ শুরু হয়।

ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিসের সর্বশেষ বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর অপহৃত ৩৩৩ ফিলিস্তিনিকে এই চুক্তির আওতায় মুক্তি দেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments