নয়াদিল্লিকে এফ-৩৫ দিচ্ছে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের তীব্র আপত্তি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া
ওয়াশিংটনের এই ঘোষণার পর পাকিস্তান তীব্র আপত্তি জানিয়ে এক বিবৃতিতে বলে, ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা তৈরি করবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান শুক্রবার এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে আঞ্চলিক শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে।
পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা রক্ষায় সামগ্রিক ও বস্তুনিষ্ঠ অবস্থান নেওয়ার আহ্বান জানায়। ইসলামাবাদ দাবি করে, বাস্তবতা উপেক্ষা করে একপক্ষীয় অবস্থান নিলে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হবে।
ভারতের সামরিক শক্তি বাড়াবে এফ-৩৫
যদি এই চুক্তি কার্যকর হয়, তবে ন্যাটো মিত্রদেশ, ইসরায়েল ও জাপানের বাইরে ভারত প্রথম দেশ হিসেবে এফ-৩৫ যুদ্ধবিমান পাবে।
বিশ্বের অন্যতম উন্নত স্টেলথ যুদ্ধবিমান এফ-৩৫ শত্রুর নজর এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
এটি ভারতের সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে।
সন্ত্রাসবাদের বিচার নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত যৌথ বিবৃতি
ট্রাম্প ও মোদির বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে ২০০৮ সালে মুম্বাই হামলার ‘সন্ত্রাসীদের’ বিচার করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হয়। তবে পাকিস্তান এটিকে একপক্ষীয় বিবৃতি দাবি করে কড়া প্রতিবাদ জানিয়েছে।