হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে উত্তেজনা, বেরিয়ে চারবার ধন্যবাদ জানালেন জেলেনস্কি
হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও উপস্থিত ছিলেন। মতপার্থক্য এতটাই তীব্র হয়েছিল যে, এক পর্যায়ে জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠক শেষে হোয়াইট হাউস থেকে বের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন জেলেনস্কি। সেখানে তিনি চারবার ‘ধন্যবাদ’ জানান। তিনি লেখেন, “ধন্যবাদ যুক্তরাষ্ট্র, আপনাদের সহায়তার জন্য ধন্যবাদ, এই সফরের জন্যও ধন্যবাদ।” তিনি আরও বলেন, “মার্কিন প্রেসিডেন্ট, কংগ্রেস ও আমেরিকান জনগণকে ধন্যবাদ। ইউক্রেনের ন্যায্যতা ও স্থায়ী শান্তি প্রয়োজন এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে, যা তিন বছরের বেশি সময় ধরে গড়িয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছ থেকে ইউক্রেন বিপুল পরিমাণ অস্ত্র ও অর্থসহায়তা পেয়েছে। কিন্তু ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইউক্রেনের জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। ট্রাম্প সরাসরি জেলেনস্কিকে যুদ্ধের জন্য দায়ী করেন। ফলে গতকালের বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলের দৃষ্টি ছিল।
বার্তাসংস্থা এএফপি জানায়, বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি বলেন, “আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন।”
ট্রাম্প আরও বলেন, “আপনার দেশের মানুষ খুব সাহসী, কিন্তু আপনাকে হয় (রাশিয়ার সঙ্গে) একটি চুক্তি করতে হবে, নইলে আমরা আপনাদের সমর্থন বন্ধ করে দেব। আমাদের সাহায্য ছাড়া আপনাকে একা লড়তে হবে।”
ট্রাম্পের মন্তব্যের জবাবে জেলেনস্কি বলেন, “হ্যাঁ, আমি জানি।” এএফপি জানায়, দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা একপর্যায়ে চিৎকার-চ্যাঁচামেচিতে পরিণত হয়।
এই উত্তপ্ত বৈঠকের পর জেলেনস্কির প্রতিক্রিয়া ও তার কৃতজ্ঞতাসূচক বার্তা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে।