আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট উন্নত, বাংলাদেশ কতটা প্রস্তুত?
একসময় ক্রিকেট পরিকাঠামোর অভাবে আফগানিস্তানকে দুর্বল দল মনে করা হতো। তবে সময়ের সঙ্গে তারা প্রমাণ করেছে নিজেদের সামর্থ্য। সুসংগঠিত ঘরোয়া লিগ, নিয়মিত ট্যালেন্ট হান্ট ও আন্তর্জাতিক মানের ক্রিকেট কাঠামো গড়ে তুলেছে তারা।
অন্যদিকে, বাংলাদেশে ক্রিকেট বোর্ডের অর্থনৈতিক শক্তি থাকলেও ঘরোয়া ক্রিকেট কাঠামো এখনও ঢাকাকেন্দ্রিক এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্যে আবদ্ধ। আফগানিস্তানে যেখানে ঘরোয়া লিগগুলোতে হাজারো দর্শক ভিড় করে, সেখানে বাংলাদেশে ঢাকা প্রিমিয়ার লিগে দর্শক সংখ্যা নগণ্য।
আফগানিস্তানের মতো উন্নত ঘরোয়া ক্রিকেট কাঠামো গড়ে তুলতে বাংলাদেশ কি প্রস্তুত? নাকি শুধুমাত্র আবেগকে পুঁজি করে বিসিবি তার কোষাগার ভরাতেই ব্যস্ত থাকবে? এখনই সময় ক্রিকেট কাঠামো ঢেলে সাজানোর!