ভারত গ্রুপ চ্যাম্পিয়ন, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল আগেই নিশ্চিত ছিল, তবে গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে ভারত নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে এ-গ্রুপের শীর্ষস্থান দখল করেছে।
রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় ভারত। তবে শুরুর ধাক্কা সামলে শ্রেয়াস আইয়ারের ৭৯ রানের ইনিংস এবং হার্দিক পান্ডিয়া (৪৫), অক্ষর প্যাটেল (৪২) ও লোকেশ রাহুলের (২৩) ছোট কিন্তু কার্যকরী পারফরম্যান্সে ৯ উইকেটে ২৪৯ রান তোলে দলটি। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৫ উইকেট নেন।
জবাবে নিউজিল্যান্ড ২০৫ রানে অলআউট হয়ে যায়। অধিনায়ক কেন উইলিয়ামসন ৮১ রান করলেও বাকিরা ব্যর্থ হন। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ৫ উইকেট শিকার করেন।
এই জয়ে ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে, আর নিউজিল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।