চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথের ওয়ানডে অবসর
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে ৪ উইকেটের পরাজয়ে অস্ট্রেলিয়ার শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে। দলকে নেতৃত্ব দেওয়া স্টিভেন স্মিথ বিদায়ের সুর টেনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) এক বিবৃতিতে তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে।
স্মিথের ওয়ানডে ক্যারিয়ার ছিল দারুণ সমৃদ্ধ। ১৭০ ম্যাচে ৫৮০০ রান, ৪৩.২৮ গড় ও ৮৬.৯৬ স্ট্রাইক রেটে তিনি করেন ১২টি শতক ও ৩৫টি অর্ধশতক। বল হাতে ২৮ উইকেট ও ৯০টি ক্যাচও নিয়েছেন তিনি।
২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে লর্ডসে ওয়ানডে অভিষেক হয় স্মিথের। শুরুতে লেগস্পিনার হিসেবে খেললেও পরবর্তীতে হয়ে ওঠেন বিশ্বমানের ব্যাটার। ২০১৫ ও ২০২৩ বিশ্বকাপজয়ী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
অবসরের কারণ ব্যাখ্যা করে স্মিথ বলেন, “এখন তরুণদের জন্য সুযোগ করে দেওয়ার সময়। ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে, তাই সঠিক সময়ে সরে দাঁড়ানোই উত্তম। তবে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাব।”
স্মিথের অবসর প্রসঙ্গে নির্বাচক চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, “স্টিভ অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ওয়ানডে ব্যাটার হিসেবে বিদায় নিচ্ছেন। তার রেকর্ড ও পারফরম্যান্স তাকে সেরা জায়গায় নিয়ে গেছে।”
অস্ট্রেলিয়ার হয়ে ৬৪ ওয়ানডেতে অধিনায়কত্ব করা স্মিথ চ্যাম্পিয়নস ট্রফিতে অন্তর্বর্তীকালীন অধিনায়কত্ব করেন। তার বিদায়ে এক যুগের সমৃদ্ধ ওয়ানডে অধ্যায়ের সমাপ্তি হলো।