বাংলাদেশে চলতি অর্থবছরে কৃষি ও পল্লিঋণের বিতরণ লক্ষ্য রাখা হয়েছে ৩৮ হাজার কোটি টাকা। তবে, প্রথম সাত মাসে ব্যাংকগুলো শুধুমাত্র ১৯ হাজার ২১৫ কোটি টাকার ঋণ বিতরণ করতে পেরেছে, যা লক্ষ্যমাত্রার ৫০ দশমিক ৫৭ শতাংশ। তথ্য অনুযায়ী, দুটি ব্যাংক কোনো ঋণ বিতরণ করেনি, আর তিনটি ব্যাংক লক্ষ্যমাত্রার ১০ শতাংশেরও কম বিতরণ করেছে। সরকার কৃষি খাতে ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে এবং তাদের লক্ষ্য পূরণ না হলে জরিমানা প্রবর্তন করা হয়েছে। এছাড়া, ক্ষুদ্রঋণ সংস্থা বা এনজিওগুলোর মাধ্যমে কৃষিঋণ বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
এ বছর প্রথম সাত মাসে মোট ঋণের মধ্যে ৮ হাজার ৯৩ কোটি টাকা সরকারি ব্যাংকগুলো এবং ৭৮৩ কোটি টাকা বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে। বেসরকারি ব্যাংকগুলো বিতরণ করেছে ১০ হাজার ৩৩৯ কোটি টাকা। কৃষিঋণের মধ্যে খেলাপি ঋণের হারও কম এবং কৃষকরা অধিকাংশ ক্ষেত্রে ঋণ পরিশোধ করে থাকে। এই সময়ে কৃষি খাতে ঋণ বিতরণের বিপরীতে ২০ হাজার ৩১০ কোটি টাকা আদায় হয়েছে, আর বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৩৯৪ কোটি টাকা।
কৃষিঋণ বিতরণে সবচেয়ে বড় অবদান রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি), যার পরিমাণ ৪ হাজার ৯১২ কোটি টাকা। অন্যান্য ব্যাংকগুলোও তাদের ঋণ বিতরণ বৃদ্ধি করেছে, তবে এখনও লক্ষ্য অর্জনে যথেষ্ট কাজ বাকি রয়েছে।