একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচনে জাতীয় ঐক্য অসম্ভব: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার বিষয়ে কোনো জাতীয় ঐকমত্য সম্ভব নয়।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করার সম্ভাবনার কথা বলেছিলেন। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার পুরানা পল্টনে খেলাফত মজলিশের ইফতার মাহফিলে সালাহউদ্দিন বলেন, “জাতীয় সংসদ নির্বাচনই আমাদের অগ্রাধিকার, এখানে জাতীয় ঐকমত্যের কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “গণপরিষদ একটি নতুন সংবিধান প্রণয়নের ফোরাম, আর জাতীয় সংসদ রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। সুতরাং, এই দুটি একসঙ্গে করার প্রস্তাব বাস্তবসম্মত নয়।”
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন, “গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন হলে গণতান্ত্রিক উত্তরণ সহজ হবে।” তবে সালাহউদ্দিন এ ধারণাকে “অসংলগ্ন” আখ্যা দিয়ে বলেন, “রাজনৈতিক অভিধানে এমন কোনো ধারণার ভিত্তি নেই।”
ইফতার মাহফিলে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, লেবার পার্টি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।