ঢাকা বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হওয়ার ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক চালক মো. টিটন ইসলামকে গ্রেফতার করেছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় ট্রাকের চাপায় মিনা আক্তার নামে ওই শ্রমিক নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়, ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় সাত ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়। ডিবি পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে ট্রাক চালককে গ্রেফতার করে।