বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন যে, তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে গোলমাল সৃষ্টি করছে। বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এই অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, “দেশের জনগণ শেখ হাসিনাকে বিদায় জানিয়েছে, এবং আন্দোলন সফল করেছে। তবে এখন নতুন দল (এনসিপি) নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, যা জনগণের মাঝে গোলমাল সৃষ্টি করেছে।”
এই সমাবেশটি সারাদেশে নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অনুষ্ঠিত হয়। সমাবেশে, জয়নুল আবদিন ফারুক আরও বলেন, “এখন সময় এসেছে যে সরকার একটি নির্বাচনের রোডম্যাপ দিবে, যাতে সংস্কারের নামে আওয়ামী লীগ গোপনে ক্ষমতা নষ্ট করতে না পারে।”
তিনি গণপরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদের নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলেন। ফারুক বলেন, “এমন নির্বাচন হওয়া উচিত, যেখানে মৃত ব্যক্তির ভোট না হয় এবং বিচারপতি সাহাবুদ্দিন আহমেদদের মতো রশি টানিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।” তিনি বিশেষভাবে মনে করেন যে, দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়া উচিত একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে।
ফারুক আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের মানুষের মূল দাবি হলো একটি সুষ্ঠু নির্বাচন যেখানে জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে। “মানুষের ভোটের নিশ্চয়তা দিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে। আর এই মুহূর্তে তা একান্ত প্রয়োজন,” বলেন তিনি।
গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে এবং কৃষক দলের আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্য বক্তারা বিএনপির নির্বাচনী দাবির প্রতি সমর্থন জানান।