শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ: গণজাগরণ মঞ্চের লাকির গ্রেপ্তারের দাবি
মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত সোয়া ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ‘পুলিশের ওপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বানানোর অন্যতম খলনায়ক লাকি আক্তারসহ অন্যান্য ফ্যাসিবাদী দোসরদের গ্রেপ্তারের দাবিতে’ তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেন।
শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল— ‘শাহবাগ নো মোর’, ‘ল তে লাকি’, ‘চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই’, ‘শাহবাগীরা হামলা করে, ইন্টেরিম কী করে’ ইত্যাদি।
শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল এবং এখন আবার সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশে আর শাহবাগ ফিরবে না এবং বিচারহীনতার সংস্কৃতি যারা কায়েম করেছিল, তাদের প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, লাকি আক্তার ও তার সহযোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। জাতিসংঘের মহাসচিব আসার আগে এ ধরনের অপচেষ্টা কারা চালাচ্ছে, তা প্রকাশ করতে হবে।
মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, যারা পুলিশের ওপর হামলা করেছে, তাদের সঙ্গে লাকি আক্তারকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা আবার রাজপথে নামবে।
তিনি আরও বলেন, ২০১৩ সালে যারা ফ্যাসিবাদকে শক্তিশালী করেছিল, তাদের বিচার নিশ্চিত করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে লাকি আক্তারকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।