চট্টগ্রাম বিমানবন্দরে জেদ্দাফেরত যাত্রীর কাছে মিলল ৪০০ গ্রাম সোনার চুড়ি
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে ফেরা এক যাত্রীর কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের ১২টি সোনার চুড়ি জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই যাত্রী দেশে ফেরেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে এনএসআই কর্মকর্তারা তাকে আটক করেন। পরে পায়জামার পকেটে তল্লাশি চালিয়ে ৪০০ গ্রাম সোনার চুড়ি উদ্ধার করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা সোনা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আটক যাত্রী শফিক আল মামুনকে ছেড়ে দেওয়া হয়েছে।
ব্যাগেজ নীতিমালা অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার শুল্কমুক্ত আনতে পারেন। তবে শুল্ক পরিশোধ করে ১১৭ গ্রাম স্বর্ণবার আনার অনুমতি রয়েছে। নির্ধারিত সীমার চেয়ে বেশি সোনা আনার কারণে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।