এনআইডি ইসির অধীনেই থাকছে, দক্ষতা উন্নয়নে প্রস্তাব প্রণয়ন চলছে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই থাকছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, আপাতত এনআইডি অন্য কোনো মন্ত্রণালয়ের আওতায় নেওয়া হচ্ছে না, বরং এর কার্যক্ষমতা বাড়ানোর জন্য একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে।
এদিকে, এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে আজ (১৩ মার্চ) ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করবেন নির্বাচন কমিশনের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা দেশের বিভিন্ন কার্যালয়ের সামনে অবস্থান নেবেন।
গতকাল (১২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপসচিব মোহাম্মদ মনির হোসেন।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, এনআইডি সেবাকে আরও কার্যকর করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে ইউনেস্কোর সঙ্গে কাজ করছে। আগামী দুই মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রস্তাবনা চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে।