Monday, April 28, 2025
spot_imgspot_img
Homeজাতীয়লিবিয়ায় আটকে থাকা ১৭৬ বাংলাদেশি আজ স্বদেশের মাটিতে ফিরছেন।

লিবিয়ায় আটকে থাকা ১৭৬ বাংলাদেশি আজ স্বদেশের মাটিতে ফিরছেন।

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি, আরও ফিরবেন ১৯ ও ২৬ মার্চ

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় দেশে ফেরানো হয়েছে। তারা গতকাল (১২ মার্চ) লিবিয়া ত্যাগ করেন এবং আজ (১৩ মার্চ) সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ফেরত আসাদের মধ্যে ১০৬ জন তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, আর বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থায় স্বেচ্ছায় দেশে ফিরেছেন। তাদের মধ্যে ১২ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

আগামী ১৯ ও ২৬ মার্চ আরও দুটি বিশেষ ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার প্রত্যাবাসিতদের উদ্দেশে বলেন, দালাল ও পাচারকারীদের প্ররোচনায় পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে বিদেশ গমনের সিদ্ধান্ত না নেওয়ার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে বাংলাদেশ দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে লিবিয়া থেকে ৯,১৮৩ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিশেষ করে গত জুলাই ২০২৩ থেকে এ পর্যন্ত ৪,৪০৫ জনকে নিরাপদে দেশে ফেরানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments