বিএনপির জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক
বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেবেন।
জাতিসংঘ মহাসচিবের সফরসূচি
গতকাল শুক্রবার (১৪ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব। এরপর দুপুরে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন এবং প্রায় এক লাখ শরণার্থীর সঙ্গে ইফতার করেন।
আজ শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে যাবেন তিনি, যেখানে জাতিসংঘ কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোলটেবিল বৈঠক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার যৌথ প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে।
রোববার (১৬ মার্চ) সকালে ঢাকা ছাড়বেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিবের সফরের প্রেক্ষাপট
চার দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান জাতিসংঘ মহাসচিব, যেখানে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
প্রায় সাত বছর পর এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর। এবারের সফরে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার ইস্যু বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।