Tuesday, April 15, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষপররাষ্ট্র উপদেষ্টা বললেন, তুলসি গ্যাবার্ডের বক্তব্য তাৎপর্যপূর্ণ।

পররাষ্ট্র উপদেষ্টা বললেন, তুলসি গ্যাবার্ডের বক্তব্য তাৎপর্যপূর্ণ।

তুলসি গ্যাবার্ডের মন্তব্য গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড যে মন্তব্য করেছেন, সেটিকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রতিক্রিয়া জানিয়েছে, সেটিই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান। তিনি আরও বলেন, তুলসি গ্যাবার্ডের বক্তব্যকে গুরুতর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে সোমবার ভারতের এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিষয়ক প্রধান তুলসি গ্যাবার্ড বলেন, ‘বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।’

সাক্ষাৎকারে তুলসি গ্যাবার্ডের কাছে জানতে চাওয়া হয়, ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ও সহিংসতা দেখা দিয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলার নানা প্রতিবেদন পাওয়া যাচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন কি না এবং রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ কি না। জবাবে তিনি বলেন, ‘অবশ্যই। দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতন, হত্যাকাণ্ড ও নিপীড়ন অব্যাহত রয়েছে। এ বিষয়টি যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে।’

বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দাপ্রধানদের একটি সম্মেলনে অংশ নিতে ভারতের নয়াদিল্লিতে সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিষয়ক প্রধান তুলসি গ্যাবার্ড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments