গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে আন্দোলন, আলীফ গ্রুপের তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জরুন এলাকায় বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির পাওনা দাবিতে আন্দোলনের মুখে আলীফ গ্রুপের তিনটি প্রতিষ্ঠান—স্বাধীন গার্মেন্টস, স্বাধীন ডাইং ও স্বাধীন প্রিন্টিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিকদের আন্দোলন ও কারখানা বন্ধের কারণ
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার গেটে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। এরপর তারা ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের দাবি, তারা বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতন পাওয়ার জন্য কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন। কিন্তু কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার পরিবর্তে আকস্মিকভাবে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়।
শ্রম আইনের দোহাই দিয়ে বন্ধ ঘোষণা
কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা উল্লেখ করে নোটিশে জানায়, ১৭-১৯ মার্চ শ্রমিকদের ধর্মঘটের কারণে প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। ফলে কারখানার কার্যক্রম পরিচালনা সম্ভব নয় বলে তিনটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
শ্রমিক অসন্তোষ, পুলিশের অবস্থান
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, কর্তৃপক্ষ সমাধানের উদ্যোগ না নেওয়ায় শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়ে কারখানার মূল ফটকে ও ভেতরে অবস্থান নিয়েছেন।
কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শ্রমিকদের বকেয়া পরিশোধ ও কারখানা পুনরায় চালুর বিষয়ে আলোচনার দাবি উঠেছে