Saturday, April 19, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিআমানউল্লাহ আমান তাঁর নিজ ছেলেকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

আমানউল্লাহ আমান তাঁর নিজ ছেলেকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান তাঁর ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। শনিবার, ২২ মার্চ, কেরানীগঞ্জের মধ্যেরচর আরশিনগর এলাকায় মরহুম ইব্রাহিম বেপারী ফাউন্ডেশনের আয়োজনে এক ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে আমানউল্লাহ আমান উপস্থিত জনতাকে জানান, কেরানীগঞ্জে যে উন্নয়ন হয়েছে তা বিএনপির আমলে হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে আরও অনেক উন্নয়নমূলক কাজ চলমান থাকবে।

আমানউল্লাহ আমান আরও বলেন, ব্যারিস্টার অমি নির্বাচিত হলে বিএনপি সরকার বুড়িগঙ্গা নদীর উপর খোলামোড়া-কামরাঙ্গীরচর ব্রিজ নির্মাণ করবে, যা কেরানীগঞ্জের যোগাযোগ ব্যবস্থাকে অনেক উন্নত করবে। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং দেশের পররাষ্ট্রনীতি শক্তিশালী থাকবে। তিনি স্পষ্ট জানান, “আমরা ভারতের দাসত্ব করব না, আমাদের দেশ স্বাধীন থাকবে।”

এ ছাড়া, আমানউল্লাহ আমান অনুষ্ঠানে উপস্থিত জনতাকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, হাজারো বিএনপি নেতাকর্মী ও ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ, যেটি নতজানু পররাষ্ট্রনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে।

এই অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শামিম হাসান, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, কেরানীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাসুদ রানা এবং অন্যান্য বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। অতিথিরা এ সময় কয়েকশ’ অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments