ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতা ইসমাইল বারহুম
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ নিশ্চিত করেছেন যে, ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল বারহুম নিহত হয়েছেন। আল জাজিরা ও বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
গাজার খান ইউনিসে হামলা
রোববার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
এই হামলাতেই ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন।
হামাসও বারহুমের মৃত্যুর খবর নিশ্চিত করেছে, জানায়—তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন,
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ইসমাইল বারহুমকে হত্যা করেছে।
এই হামলার ফুটেজ প্রকাশ করেছে বিবিসি।