Thursday, April 10, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল এক সপ্তাহও টিকবে না: ইরানের স্পিকার।

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল এক সপ্তাহও টিকবে না: ইরানের স্পিকার।

যুক্তরাষ্ট্র ছাড়া এক সপ্তাহও টিকবে না ইসরায়েল: ইরানের স্পিকার
শুক্রবার (২৮ মার্চ) কুদস দিবসে তেহরান বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ শুধু ইসরায়েলের বিরুদ্ধেই নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও লড়াই করছে। তিনি দাবি করেন, যদি ফিলিস্তিন এবং প্রতিরোধ ফ্রন্ট কেবল ইসরায়েলের মুখোমুখি হত, তবে এই শাসনব্যবস্থা এক সপ্তাহও টিকতে পারত না।

ইসরায়েলকে ‘মার্কিন অপরাধী হত্যাযন্ত্র’ বললেন ইরানের স্পিকার
কালিবাফ বলেন, মানবতাকে নিপীড়নের মাধ্যমেই আধিপত্যবাদী শক্তি টিকে আছে এবং ইসরায়েলকে তিনি ‘আমেরিকার অপরাধী হত্যাযন্ত্র’ বলে অভিহিত করেন। তার মতে, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতো অন্যান্য শক্তিশালী দেশগুলোর সহায়তা ছাড়া ইসরায়েল টিকতে পারত না।

মার্কিন হুমকি ও ইরানের পাল্টা সতর্কবার্তা
ইরানের স্পিকার সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানকে হুমকি দেয়, তাহলে পুরো অঞ্চল ‘গানপাউডারের মতো’ অস্থিতিশীল হয়ে উঠবে, যার ফলে মার্কিন ঘাঁটি ও তাদের মিত্ররা অনিরাপদ হয়ে পড়বে।

ট্রাম্পের চিঠি ও ইরানের প্রত্যাখ্যান
কালিবাফ আরও জানান, ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে, যতক্ষণ না ‘সর্বোচ্চ চাপ’ এবং সামরিক হুমকি প্রত্যাহার করা হয়।

মার্কিন নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে ইরান
ইরান স্পষ্ট করে বলেছে, চাপ ও হুমকির মধ্যে কোনো আলোচনার অর্থ হবে আত্মসমর্পণ। ইরানের এই কৌশল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments