Friday, April 18, 2025
spot_imgspot_img
Homeজাতীয়বাংলাদেশের পাশে দাঁড়াতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশের পাশে দাঁড়াতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশকে সহযোগিতায় প্রস্তুত চীন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চীন বাংলাদেশের পাশে দাঁড়াতে আগ্রহী এবং সহায়তা করতে প্রস্তুত। সম্প্রতি চীন সফরকালে বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপ (CMG)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “চীন সরকারের পাশাপাশি চীনা ব্যবসায়ী ও জনগণের কাছ থেকেও বাংলাদেশের জন্য আন্তরিক সমর্থন পাওয়া গেছে। এটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক ও প্রয়োজনীয়।”

চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে তার সফল আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের চলমান পরিস্থিতিতে চীনের সমর্থন গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট শি সময়মতো সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অর্থনীতি ও বাণিজ্য খাতে চীন-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন ইউনূস। তিনি জানান, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সহযোগিতা জোরদারের চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার।

সাক্ষাৎকারে দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণের ভূমিকা এবং তার ‘থ্রি জিরো থিওরি’ নিয়েও আলোচনা করেন ড. ইউনূস। তিনি বলেন, “মানুষের সৃজনশীলতাকে কেন্দ্র করেই দারিদ্র্য জয় সম্ভব।”

সাক্ষাৎকারে উপস্থিত চীনা সমাজবিজ্ঞানী অধ্যাপক দু জানান, ড. ইউনূস শুধু নোবেলজয়ী নন, বরং বৈশ্বিক দারিদ্র্য বিমোচনের অন্যতম অনুপ্রেরণা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments