বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অতুলনীয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত দৃঢ় এবং দেশে সকল ধর্মের মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে বাস করে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে অনুষ্ঠিত মহাঅষ্টমী পূণ্য স্নানোৎসব পরিদর্শন শেষে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই। আমাদের দেশে সবাই একসাথে কাজ করছে—হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, সব ধর্মের মানুষ একসাথে বাংলাদেশী হিসেবে কাজ করছেন।”
এছাড়া, নদীর পানি এবার ভালো ছিল এবং পূণ্যার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, “আমরা পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা ও সেবা প্রদান নিশ্চিত করেছি, যাতে পূণ্যার্থীরা সুষ্ঠুভাবে ধর্মীয় আচার সম্পন্ন করতে পারেন।”
লাঙ্গলবন্দকে পর্যটন কেন্দ্র করার প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, “পূণ্যভূমি হওয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য নষ্ট না করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।”
শেষে, তিনি মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে সতর্ক করে বলেন, “সত্য সংবাদ প্রচার করলে বিদেশী মিডিয়া ও মিথ্যাবাদীরা মুখে চুনকালি পড়বে।”
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, এবং বিভিন্ন নেতৃবৃন্দ।