Friday, April 18, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিকোকোর শাশুড়ি মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন।

কোকোর শাশুড়ি মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন।

কোকোর শাশুড়ি মুকরেমা রেজার মৃত্যু, রবিবার জানাজা বনানীতে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস ইউ এফ মুকরেমা রেজা আর নেই। শনিবার রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

পরিবারের সদস্যরা জানান, শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে প্রায় এক সপ্তাহ আগে মুকরেমা রেজাকে হাসপাতালে ভর্তি করা হয়। মায়ের অসুস্থতার খবর পেয়ে কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফেরেন।

২০১৫ সালে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে কোকোর মৃত্যুর পর সিঁথি দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন।

মুকরেমা রেজার নামাজে জানাজা রোববার বাদ আসর বনানী ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্বামী এইচ এম হাসান রেজা ২০১৭ সালের মার্চে ইন্তেকাল করেন। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (সাবেক ডিআইটি) প্রকৌশলী ছিলেন।

মুকরেমা রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments