Friday, April 18, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্য"গাজায় পানির প্রবাহ বন্ধ: ভয়াবহ সংকটের মুখে ৭০ শতাংশ সরবরাহ বন্ধ করে...

“গাজায় পানির প্রবাহ বন্ধ: ভয়াবহ সংকটের মুখে ৭০ শতাংশ সরবরাহ বন্ধ করে দিল ইসরায়েলি কোম্পানি”

ইসরায়েলি জল সরবরাহকারী প্রতিষ্ঠান মেকোরোট গাজা উপত্যাকায় পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে, ফলে অবরুদ্ধ এই অঞ্চলের মোট পানি সরবরাহের প্রায় ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।

গাজা সিটি পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্না জানিয়েছেন, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জেরে পূর্ব গাজার শুজাইয়া এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পাইপলাইনে মারাত্মক ক্ষতি হয়েছে। এই অঞ্চলেই গত বৃহস্পতিবার থেকে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেহান্না বলেন, “পানির সরবরাহে এই মারাত্মক বাধার প্রকৃত কারণ এখনো পরিষ্কার নয়। তবে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি, যাতে নির্ধারণ করা যায় পাইপলাইনটি ইসরায়েলি বোমাবর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা।”

তিনি আরও ইঙ্গিত দেন, এই জল সরবরাহ বন্ধের পেছনে হয়তো সরাসরি সামরিক পদক্ষেপ, অথবা ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্ত থাকতে পারে।

মেহান্না সতর্ক করে বলেন, “কারণ যা-ই হোক না কেন, এর ফলাফল অত্যন্ত বিপর্যয়কর হতে যাচ্ছে। যদি মেকোরোট দ্রুত পানি সরবরাহ পুনরায় শুরু না করে, গাজা ভয়াবহ মানবিক সংকটে পড়বে।”

প্রসঙ্গত, বহু বছর ধরে অবরোধ, দুর্বল অবকাঠামো এবং দূষিত ভূগর্ভস্থ পানির কারণে গাজা এক দীর্ঘস্থায়ী বিশুদ্ধ পানির সংকটের মধ্যেই রয়েছে। এখন, মানবিক অবনতি আরও প্রকট হয়ে উঠছে এবং পানিশূন্যতার ঝুঁকি ভয়াবহ আকার নিচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ইতোমধ্যে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দুই মাসের যুদ্ধবিরতির পর মার্চে আবার শুরু হয় সামরিক অভিযান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments