অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের কাছে বিশ্ব পরিবর্তনের সম্ভাবনা জাগানো অসাধারণ সব ধারণা ও আইডিয়া রয়েছে।
বুধবার (৯ এপ্রিল), রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “বাংলাদেশ ব্যবসার দারুণ সম্ভাবনার দেশ। এই ব্যবসায়িক সম্ভাবনা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং তা আন্তর্জাতিক পরিসরেও বিশাল সুযোগ তৈরি করতে পারে। যেমন, ক্ষুদ্রঋণ এক সময় বাংলাদেশের একটি গ্রামে শুরু হয়েছিল, এখন তা বিশ্বের অন্যতম বড় ব্যবসায়িক মডেলে পরিণত হয়েছে, এমনকি আমেরিকাতেও।”
তিনি আরও বলেন, “যৌথভাবে উপার্জন করে মানুষের ভাগ্য বদলানোর অনুভূতি অপার্থিব। আমরা চাইলে কার্বনমুক্ত এক নতুন সভ্যতা গড়ে তুলতে পারি, যেখানে বর্তমান আত্মবিধ্বংসী সমাজব্যবস্থার পরিবর্তে টেকসই মানবিক উন্নয়ন সম্ভব।”
প্রধান উপদেষ্টা মনে করেন, তরুণ প্রজন্মের হাত ধরেই আসবে বৈপ্লবিক পরিবর্তন। “তারা আর সরকারের নির্দেশনার অপেক্ষায় বসে থাকবে না, বরং নিজেরাই ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসবে,” বলেন তিনি।
বাংলাদেশে ব্যবসা করার গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন, “এখানে বিনিয়োগ মানে শুধুই আর্থিক বিনিয়োগ নয়, এটি একটি বৈশ্বিক সামাজিক ব্যবসার অংশ হয়ে ওঠা। দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে একটি কার্যকর কাঠামো তৈরি করলেই সম্ভব হবে দারিদ্র্য দূরীকরণ। আর সামাজিক ব্যবসার জন্য বাংলাদেশ আদর্শ প্ল্যাটফর্ম।”