রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ বুধবার (৯ এপ্রিল) শুরু হয়েছে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর আনুষ্ঠানিক কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সম্মেলনের তৃতীয় দিনে ড. ইউনূস মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক-এর পরীক্ষামূলক ইন্টারনেট সেবা উদ্বোধন করেন। এ সময় তিনি বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
সামিটে অংশগ্রহণকারীরা সরাসরি স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে পারছেন এবং সম্মেলনের সকল কার্যক্রম এই নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
চার দিনব্যাপী এই সামিটের প্রথম দুই দিনেই চীন, কোরিয়া, সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি, বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক অর্থনৈতিক সহায়তা প্রদানে আগ্রহ দেখিয়েছে।
সরকার ইতোমধ্যেই বিদেশি বিনিয়োগ সহজীকরণে নীতিগত শিথিলতা ও জ্বালানি নীতির সংস্কারের ঘোষণা দিয়েছে। তৃতীয় দিনের বক্তব্যে ড. ইউনূস বাংলাদেশে ব্যবসা স্থানান্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
স্টারলিংক সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে বিনিয়োগ নিবন্ধন গ্রহণ করেছে। গত ২৯ মার্চ এই অনুমোদন প্রদান করা হয়। তবে পূর্ণাঙ্গ ইন্টারনেট সেবা দিতে হলে বিটিআরসির লাইসেন্স গ্রহণ করতে হবে প্রতিষ্ঠানটিকে।
এর আগে, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ এক সংবাদ সম্মেলনে জানান, স্টারলিংককে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি অনুযায়ী নিবন্ধন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথমবারের মতো ভুটানে বাণিজ্যিকভাবে স্টারলিংক সেবা চালু করে। এবার সেই ধারা অনুসরণ করে বাংলাদেশে শুরু হলো পরীক্ষামূলক সংযোগ।