চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে তাদেরই ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত করে বড়সড় এক সাফল্য পেয়েছে ইন্টার মিলান। মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধেই লিড নেয় ইতালিয়ান ক্লাবটি।
ম্যাচের প্রথম গোলটি করেন ইন্টারের আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। এরপর দ্বিতীয়ার্ধে স্বাগতিক বায়ার্ন একের পর এক আক্রমণে ইন্টারকে ব্যস্ত রাখে এবং ৮০ মিনিটে সমতাসূচক গোল করেন অভিজ্ঞ ফরোয়ার্ড টমাস মুলার, যিনি মৌসুম শেষে ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন।
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি বায়ার্নের জন্য। ৮৫ মিনিটে ইন্টারের হয়ে ম্যাচজয়ী গোলটি করেন ডেভিডে ফ্রাত্তেসি, আবারও এগিয়ে দেন তার দলকে।
এই জয়ের ফলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে সিমোনে ইনজাগির ইন্টার মিলান। যদি তারা ১৭ এপ্রিল নিজেদের ঘরের মাঠে জার্মান চ্যাম্পিয়নদের থামিয়ে রাখতে পারে, তবে নিশ্চিতভাবে জায়গা করে নেবে শেষ চারে।