Saturday, April 19, 2025
spot_imgspot_img
Homeবাণিজ্য“১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি” গড়ার ঘোষণা বিএনপির, ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের...

“১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি” গড়ার ঘোষণা বিএনপির, ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের পরিকল্পনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে একটি উচ্চাভিলাষী অর্থনৈতিক পরিকল্পনার ঘোষণা দিয়েছে। দলটি জানিয়েছে, নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসেই তারা ১ কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে।

এই পরিকল্পনার অংশ হিসেবে “১ ট্রিলিয়ন ডলার ইকোনমি” নামক রোডম্যাপে ২০৩৪ সালের মধ্যে দেশের জিডিপিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের হার বর্তমান ০.৪৫ শতাংশ থেকে বৃদ্ধি করে জিডিপির ২.৫ শতাংশে পৌঁছানোর কৌশল তুলে ধরা হয়েছে।

বিএনপি বলেছে, তারা জনগণের ওপর অযৌক্তিক করের বোঝা কমিয়ে ট্যাক্স ব্যবস্থাকে জনবান্ধব ও উৎসাহমূলক করে তুলবে, যাতে করদাতারা স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করেন এবং সরকারের রাজস্ব আয়ও বাড়ে।

মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষ জোর দিয়ে বিএনপি জানিয়েছে, তারা কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ, প্রণোদনা এবং বিদেশে কর্মসংস্থান বৃদ্ধিতে আরও কার্যকর পদক্ষেপ নেবে, যাতে প্রবাসী আয়ের পরিমাণ ব্যাপকভাবে বাড়ে।

বিদেশি বিনিয়োগকে আরও আকর্ষণীয় করতে দলটি ১১টি রেগুলেটরি সংস্কারের প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে—বিডাকে কার্যকরী ও দক্ষ প্রতিষ্ঠানে রূপান্তর, আধুনিক ভিসা ও ওয়ার্ক পারমিট নিয়ম, বিনিয়োগকারীদের জন্য ২৪ ঘণ্টার সেবা চালু, স্বয়ংক্রিয়ভাবে মুনাফা প্রত্যাবাসনের সুবিধা, স্থানীয় দক্ষ জনবল গঠনের উদ্যোগ, বিনিয়োগ সুরক্ষা আইন এবং অবকাঠামোগত উন্নয়ন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামিট উপলক্ষে দেওয়া বার্তায় ঐক্যের ওপর জোর দিয়ে বলেছেন, জাতীয় উন্নয়নের মূল ভিত্তি হবে এই ঐক্য। তিনি বৈশ্বিক বাণিজ্যনীতির আলোকে বাংলাদেশের অর্থনীতির উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরেন।

তারেক রহমান স্মরণ করিয়ে দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রথম আইন প্রণয়ন করেন এবং বেগম খালেদা জিয়ার সরকারগুলো বিনিয়োগবান্ধব নীতিমালা বাস্তবায়ন করে অর্থনীতিকে গতিশীল করেছে।

তিনি আরও বলেন, গত ১৮ বছরের স্বৈরাচারী শাসনের ফলে দেশের অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে তারা একটি সুসংগঠিত, স্বচ্ছ ও কার্যকর অর্থনৈতিক রূপরেখা অনুসরণ করে দেশকে নতুন গতিপথে এগিয়ে নেবে—এমন বার্তাই দিচ্ছে “১ ট্রিলিয়ন ডলার ইকোনমি” রোডম্যাপ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments