ইসরায়েলের গাজায় চালানো গণহত্যার নিন্দা জানাতে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরীতে প্রতিবাদ র্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় শুরু হবে র্যালি। এটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। র্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।
এই কর্মসূচিকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ প্রতিবাদ র্যালি হবে। বিএনপি সবসময় মানবতা ও ন্যায়ের পক্ষে কথা বলে এবং সেই নীতির অংশ হিসেবেই এই কর্মসূচি।”