ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ শিগগিরই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে অগ্রসর হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাসেই এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
বুধবার (৯ এপ্রিল) স্থানীয় সময় ফ্রান্স ফাইভ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ বলেন, “আমরা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পথে হাঁটছি। আগামী কয়েক মাসের মধ্যেই সেই পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও জানান, জুনে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের মধ্যস্থতায় ইসরায়েল-ফিলিস্তিনি শান্তি সম্মেলনে ফ্রান্স এই স্বীকৃতি ঘোষণা করতে পারে।
মিশর সফর শেষে দেশে ফেরার পথে মাখোঁ এ মন্তব্য করেন। সফরে তিনি গাজার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। এই প্রেক্ষাপটেই ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
মাখোঁ বলেন, “আমাদের উদ্দেশ্য হলো, ফ্রান্স ও সৌদি আরব মিলে সম্মেলনের সভাপতিত্ব করবে, যেখানে বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে।”
একইসাথে তিনি ইঙ্গিত দেন, এই সম্মেলনের মাধ্যমে অন্য দেশগুলো থেকেও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি তোলা হতে পারে, একটি কৌশলগত ভারসাম্য রক্ষার অংশ হিসেবে।
তবে ফ্রান্সের এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দখলদার রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর কড়া ভাষায় বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফা স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা।” তিনি আরও দাবি করেন, “এটি কেবল হামাসকে উৎসাহিত করবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করবে।”