ইসরায়েলি সেনাবাহিনীর চালানো নিষ্ঠুর হামলা, মানবতা বিরোধী নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশে আজ রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদী র্যালিটির আয়োজন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে। র্যালিলিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে এ কর্মসূচিকে ঘিরে দুপুরের পর থেকেই নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। অনেকে মাথায় কালো ফিতা বেঁধে, হাতে ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী ব্যানার নিয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে স্লোগানে মুখরিত করছেন পুরো এলাকা—‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পাশে থাকো’ প্রভৃতি শ্লোগানে।
দলের নেতৃবৃন্দ জানিয়েছেন, ফিলিস্তিনে শিশু ও সাধারণ মানুষের ওপর ইসরায়েলের লাগাতার হামলার প্রতিবাদেই এই শান্তিপূর্ণ কর্মসূচি নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে মানবতার পক্ষে বিশ্ববাসীকে সোচ্চার করতেই এই আয়োজন।
র্যালিকে ঘিরে নয়াপল্টন এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছেন এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দলের পক্ষ থেকেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পরিচালনার জন্য নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিবাদ র্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা অংশ নেবেন। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য মহানগরেও আজ একইভাবে প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।