Friday, April 18, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যডোমিনিকানে নাইটক্লাব ধস: মৃতের সংখ্যা ১২৪, ধ্বংসস্তূপে জীবনের সন্ধানে সময়ের সঙ্গে পাল্লা

ডোমিনিকানে নাইটক্লাব ধস: মৃতের সংখ্যা ১২৪, ধ্বংসস্তূপে জীবনের সন্ধানে সময়ের সঙ্গে পাল্লা

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে অবস্থিত জনপ্রিয় নাইটক্লাব জেট সেট-এ ভয়াবহ ছাদ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) কর্তৃপক্ষ জানায়, আটকে পড়া মানুষের সন্ধান পাওয়া দিনকে দিন কঠিন হয়ে উঠছে। উদ্ধার তৎপরতা বিলম্বিত হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনাটি ঘটে সোমবার মধ্যরাতে, যখন ক্লাবটিতে একটি কনসার্ট চলছিল। ধসের দুই দিন পরও ক্লাবটির ধ্বংসস্তূপের বাইরে জড়ো হয়ে আছে নিখোঁজদের পরিবার। স্বজনদের সন্ধানে তারা ছুটোছুটি করছেন, পুলিশের সঙ্গে ছবি শেয়ার করে খুঁজে ফিরছেন প্রিয়জনদের। ঘটনাটি গোটা দেশে শোকের ছায়া ফেলেছে।

ঘটনার সময় ক্লাবটিতে পরিবেশিত হচ্ছিল জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের কনসার্ট। আনন্দঘন সেই মুহূর্ত নিমিষেই পরিণত হয় মৃত্যুকূপে। সাধারণত সোমবার রাতে এই ক্লাবে নিয়মিত নৃত্য ও সংগীতানুষ্ঠান হয়, যেখানে রাজনীতিবিদ, খেলোয়াড়সহ নানা বিশিষ্টজন অংশ নিয়ে থাকেন।

ধসে প্রাণ হারিয়েছেন প্রাদেশিক গভর্নর ও মেজর লিগ বেসবলের সাবেক তারকা অক্টাভিও ডোটেল। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫১ বছর।

বর্তমানে প্রায় ৪০০ উদ্ধারকর্মী দুর্ঘটনাস্থলে কাজ করছেন। তারা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।

ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (সিওই)-এর পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ আশা প্রকাশ করে বলেন, “আমরা বিশ্বাস করি ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে জীবিত আছেন। দ্রুত উদ্ধার সম্ভব হলে অনেক প্রাণ বাঁচানো যাবে।”

এদিকে, ধ্বংসস্তূপ থেকে ১৫৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকার তাদের সুচিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments