রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির প্রধান মঞ্চ থেকে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
শনিবার (১২ এপ্রিল), প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এই গণজমায়েতে তিনি ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ঘোষণা পাঠ করেন।
ইসরাইলি নিপীড়নের বিরুদ্ধে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কর্মসূচিতে অংশ নেওয়া হাজারো মানুষ। আয়োজনের অংশ হিসেবে নির্যাতিত ফিলিস্তিনবাসীর জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্বে মোনাজাত করার কথাও জানানো হয়েছে।
কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহকারে ছোট-বড় সব বয়সী মানুষের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ এখানে একত্রিত হন।
ইতিহাসগড়া এই আয়োজন এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দেয়—একই মঞ্চে দেখা যায় বিএনপি, জামায়াত, এনসিপি-সহ নানা রাজনৈতিক দলের নেতা-কর্মীদের। তাঁদের পাশাপাশি কবি, শিল্পী এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখেরাও যোগ দেন কর্মসূচিতে।
সমাবেশে উপস্থিত রাজনৈতিক নেতারা ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাঁর সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক বিচারের আওতায় আনার আহ্বান জানান বিশ্ব নেতৃত্বের কাছে।