Friday, April 18, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলারেকর্ড গড়ে বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের, এবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড

রেকর্ড গড়ে বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের, এবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে রেকর্ড গড়েই যাত্রা শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশাল জয়ের আত্মবিশ্বাস নিয়ে রোববার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে টাইগ্রেসরা।

পাকিস্তানের লাহোরে অবস্থিত গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় মাঠে নামবে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।

বাছাইয়ের প্রথম ম্যাচে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে থাইল্যান্ডকে ১৭৮ রানে পরাজিত করে বাংলাদেশ। এটি ছিল ওয়ানডে ইতিহাসে টাইগ্রেসদের সবচেয়ে বড় জয়, রান ব্যবধানে।

ম্যাচটিতে একাধিক রেকর্ড গড়েছে বাংলাদেশ। দলীয় সর্বোচ্চ ইনিংস, দ্রুততম সেঞ্চুরি এবং একই ম্যাচে দুই বোলারের ৫ উইকেট—সব মিলিয়ে এক ঐতিহাসিক দিন উপহার দেয় টাইগ্রেসরা।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ২৭১ রান—ওয়ানডে ফরম্যাটে যা তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ওপেনার শারমিন আক্তার ৯৪ ও ফারজানা হক ৫৩ রানে অপরাজিত থাকেন। তবে মূল আলোচনায় ছিলেন অধিনায়ক নিগার সুলতানা, যিনি মাত্র ৭৮ বলে সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের পক্ষে দ্রুততম শতকের রেকর্ড গড়েন। ইনিংস শেষে তার নামের পাশে ছিল ১৫টি চারের সঙ্গে একটি ছক্কায় ১০১ রান।

বোলিংয়েও দাপট দেখায় বাংলাদেশ। থাইল্যান্ডকে মাত্র ২৮.৫ ওভারে ৯৩ রানে অলআউট করে দেয় টাইগ্রেসরা। স্পিনার ফাহিমা খাতুন ২১ রানে এবং জান্নাতুল ফেরদৌস ৭ রান দিয়ে ৫টি করে উইকেট নেন। নারী ওয়ানডে ইতিহাসে একই ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম।

ম্যাচশেষে অধিনায়ক নিগার বলেন, “টুর্নামেন্টের শুরুতেই এমন পারফরম্যান্স দারুণ আত্মবিশ্বাস দিচ্ছে। নিজের শতকে দলকে অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমরা চাই এই জয়ের ধারা যেন ধরে রাখতে পারি।”

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৮ রানে হেরে বাছাই শুরু করেছে আয়ারল্যান্ড। পাকিস্তান প্রথমে ব্যাট করে ২১৭ রানে অলআউট হয়, জবাবে ১৭৯ রানে থামে আইরিশদের ইনিংস।

রোববারের ম্যাচে আত্মবিশ্বাসী বাংলাদেশ মুখোমুখি হবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে থাকা আয়ারল্যান্ডের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments